Sopnobari Lyrics (স্বপ্নবাড়ি) By Kona - Kona Lyrics

| Singer | Kona |
| Song Writer | Shahan Kabondho |
কোন দর কষাকষি ছাড়া
তোর স্বপ্ন নেবো ভাড়া
স্বপ্নবাড়ি দীর্ঘ ব্যালকনি
দুটো চড়ুই করছে কানাকানি (২ বার)
স্বপ্নবাড়ির মেঘ জমেছে ছাদে
চাঁদ লুকিয়ে থাকে অবাধে
স্বপ্নবাড়ির মেঘ জমেছে ছাদে
চাঁদ লুকিয়ে থাকে অবাধে
জোসনা ছড়ায় স্নিগ্ধ আলপনা
মাঝে মাঝে তুষার শুভ্র কণা
স্বপ্নবাড়ি দীর্ঘ ব্যালকনি
দুটো চড়ুই করছে কানাকানি
দুটো চড়ুই করছে কানাকানি
দুটো চড়ুই করছে কানাকানি
দুটো চড়ুই করছে কানাকানি