Choto Bon Lyrics(তোর চেয়ে দেখতে ভালো লিরিক্স) - Sharif Uddin Lyrics

| Singer | Sharif Uddin |
তোর চেয়ে দেখতে ভালো লিরিক্স:
তোর চেয়ে দেখতে ভালো
তোর ছোট বোন (x2)
তারে থুইয়া তোরে আমি
কেমন করে দিবো মন (x2)
তোর চেয়ে দেখতে ভালো
তোর ছোট বোন (x2)
তারে থুইয়া তোরে আমি
কেমন করে দিবো মন (x2)
কলসি কাঁকে লইয়া যখন
পুকুর ঘাঁটে যায় (x2)
ঝুমুর ঝুমুর নুপুর বাজে
সুন্দর দুটি পায় (x2)
তোর মুখেতে নাই মধুর হাসি
আমি কেমনে তোরে ভালোবাসি (x2)
আল্লাহ দিছে তোর বইনেরে
পাগল করা দুই নয়ন (x2)
তোর চেয়ে দেখতে ভালো
তোর ছোট বোন (x2)
তারে থুইয়া তোরে আমি
কেমন করে দিবো মন (x2)
শরমেতে দুই হাত দিয়ে
ঢাকে যখন মুখ (x2)
কি যে ভালো লাগে তখন
ভরে যায় এ বুক
ও আমার ভরে যায় এ বুক (x2)
সেদিন গিয়েছিলাম সন্ধ্যার পরে
গিয়ে দেখি তুই নাই ঘরে (x2)
দেখলাম মাইয়া আমার সাথে
গল্প করলো অনেকক্ষণ (x2)
তোর চেয়ে দেখতে ভালো
তোর ছোট বোন (x2)
তারে থুইয়া তোরে আমি
কেমন করে দিবো মন (x2)
MORE : https://tinyurl.com/deptzzhm