Lasher Gran Lyrics (লাশের ঘ্রাণ) Gogon Sakib

 

Lasher Gran Lyrics (লাশের ঘ্রাণ) Gogon Sakib Song


 

Lasher Gran Lyrics By Gogon Sakib

Lasher Gran Lyrics Is Bangla Sad Song.Cast : Gogon Sakib.This Song Is Sung By Gogon Sakib.This Song Lyrics Created by Gogon Sakib.


Amar Rokte Makha Lasher Gran

Song Info
Song : Lasher Gran | লাশের ঘ্রাণ
Singer : Gogon Sakib
Starring : Gogon Sakib
Lyrics : Gogon Sakib
Tune: Gogon Sakib
Music : AH Turjo
Edit & Color & Poster : Mobarok
Label : Samsul Official


Lasher Gran Lyrics In Bengali

সেই রাতের কথা তোমায় আজো কি ভাবায়,
যেই রাতে এই তুমিটা বদলে গেছো হায়,
আজ স্কুলের পথে আমি একলা হেটে যায়,
খুজি ফিরি তোমায় হায়রে কোথায় তোমায় পায়।
সেই রাতের কথা তোমায় আজো কি ভাবায়
যেই রাতে এই তুমিটা বদলে গেছো হায়
আজ স্কুলের পথে আমি একলা হেটে যায়
খুজি ফিরি তোমায় হায়রে কোথায় তোমায় পায়।

দেখতে এসোনা তুমি দেখতে এসোনা
আমার প্রানহীন এই নিথর দেহ দেখতে এসোনা
সইতে পারবেনা তুমি সইতে পারবেনা
আমার রক্ত মাখা লাশের ঘ্রান সইতে পারবেনা।
দেখতে এসোনা তুমি দেখতে এসোনা
আমার প্রানহীন এই নিথর দেহ দেখতে এসোনা।

ভয় পেয়ে আজরে কাকে ধরবে জড়িয়ে
আমার গিটারের এৗ সুর আজ শোনাবো কারে
তোর জন্য লেখা সব কবিতা আর গান
রোজ নিশীতে কাদায়রে এই পাগোলের প্রান।
ভয় পেয়ে আজরে কাকে ধরবে জড়িয়ে
আমার গিটারের এৗ সুর আজ শোনাবো কারে
তোর জন্য লেখা সব কবিতা আর গান
রোজ নিশীতে কাদায়রে এই পাগোলের প্রান।

দেখতে এসোনা তুমি দেখতে এসোনা
আমার প্রানহীন এই নিথর দেহ দেখতে এসোনা
সইতে পারবেনা তুমি সইতে পারবেনা
আমার রক্ত মাখা লাশের ঘ্রান সইতে পারবেনা।
দেখতে এসোনা তুমি দেখতে এসোনা
আমার প্রানহীন এই নিথর দেহ দেখতে এসোনা।

আমার লাশকাটা ঘরের ভাঙ্গা জানালায়
উকি দিয়ে দেখো নিয়ো শেষ দেখাটা হায়
আমার কান্না ভেজা সুর আজো ভাঙ্গাবে তোমার ঘুম
যেই সুর আজ ভাসবে কানে পোড়াবে তোমায় খুব।
আমার লাশকাটা ঘরের ভাঙ্গা জানালায়
উকি দিয়ে দেখো নিয়ো শেষ দেখাটা হায়
আমার কান্না ভেজা সুর আজো ভাঙ্গাবে তোমার ঘুম
যেই সুর আজ ভাসবে কানে পোড়াবে তোমায় খুব।

দেখতে এসোনা তুমি দেখতে এসোনা
আমার প্রানহীন এই নিথর দেহ দেখতে এসোনা
সইতে পারবেনা তুমি সইতে পারবেনা
আমার রক্ত মাখা লাশের ঘ্রান সইতে পারবেনা।
দেখতে এসোনা তুমি দেখতে এসোনা
আমার প্রানহীন এই নিথর দেহ দেখতে এসোনা।


Post a Comment (0)
Previous Post Next Post