Tomay Shudhu Chai Lyrics (তোমায় শুধু চাই) Imran | Bristy bangla Song Lyrics

 Tomay Shudhu Chai Lyrics (তোমায় শুধু চাই) Imran | Bristy


Gogon Sakib Top Song - গগণ সাকিবে'র সেরা গান গুলো

Tomay Shudhu Chai Lyrics by Imran And Bristy


Song : Tomay Shudhu Chai
Singer : Imran mahmudul & Nischup Bristy
Tune & music : Imran Mahmudul
Lyrics : Ahmed Risvy
Direction : Saikat Reza
Cinematography : Bikash Saha
Edit & Color : Rjaul Raju
Label : Soundtek


Tomay Shudhu Chai Song Lyrics In Bengali


পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ
যেদিকে তাকাই, তোমার
মুখটা দেখতে পাই।
এই জীবনের গল্পে আমার,
চাওয়ার কিছু নাই, আমি
তোমায় শুধু চাই।

তুমি যখন থাকো দূরে
প্রাণ থাকেনা দেহের ঘরে,
হৃদয় পুড়ে ছাই, আমার
বাঁচার উপায় নাই।

পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ
যেদিকে তাকাই, তোমার
মুখটা দেখতে পাই।
এই জীবনের গল্পে আমার,
চাওয়ার কিছু নাই, আমি
তোমায় শুধু চাই।

তুমি আমার দখিন হাওয়া
আধাঁর রাঁতের চাঁদের জোছনা,
তুমি আমার ভেতর-বাহির,
তোমায় ছাড়া কিছুই বুঝিনা।

দিনে দিনে আমি তোমার মাঝে
আরো ডুবে যাই,
বারে বারে মন বলে শুধু,
তোমারি কথাই, প্রিয়
তোমারি কথাই।

পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ
যেদিকে তাকাই, তোমার
মুখটা দেখতে পাই।
এই জীবনের গল্পে আমার,
চাওয়ার কিছু নাই, আমি
তোমায় শুধু চাই।

অনুভূতির রঙে লেখা
তুমি আমার অমর কবিতা,
তোমায় কত ভালোবাসি
কেউ জানেনা হৃদয় জানে তা।

দিনে দিনে আমি তোমার মাঝে
আরো ডুবে যাই,
বারে বারে মন বলে শুধু,
তোমারি কথাই, প্রিয়
তোমারি কথাই।

পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ
যে দিকে তাকাই, তোমার
মুখটা দেখতে পাই।
এই জীবনের গল্পে আমার,
চাওয়ার কিছু নাই, আমি
তোমায় শুধু চাই।

তুমি যখন থাকো দূরে
প্রাণ থাকেনা দেহের ঘরে,
হৃদয় পুড়ে ছাই, আমার
বাঁচার উপায় নাই।

Post a Comment (0)
Previous Post Next Post