Baba Tumi Lyrics (বাবা তুমি) - Tanveer Evan. Lyrics

| Singer | Tanveer Evan. |
| Music | Piran Khan |
| Song Writer | Tanjib Sowrov |
আঙুলে আঙুল ছুঁয়ে শেখালে
তুমি জীবনের পথ চলা।
নিজে না খেয়ে তুমি খাওয়ালে
শেখালে কথা বলা।
বাবা তুমি আমার
যত খুশির কারন,
বলো তোমার মতো
করবে কে শাসন।
বাবা তুমি আমার
বেঁচে থাকার কারন,
নেই তোমার মতো
কেউ এতোটা আপন।
দু পা দু পা এগিয়ে
তোমার হাতটা ধরে
পথ চলতে শিখেছি।
জানি না কতোটা বাঁধা
তুমি একা সয়েছো।
বূঝতে দাও নি কিছু।
আজ আমি হয়েছি বড়
নিজের মতো করে বুঝি সবই।
অজান্তে কত কি ভুল করেছি,
তুমি ক্ষমা করো আমায়।
বাবা তুমি আমার
বেঁচে থাকার কারন,
নেই তোমার মতো
কেউ এতোটা আপন।