Bachbo Na Lyrics - Prottoy Khan Lyrics

| Singer | Prottoy Khan |
| Song Writer | Prosenjit Ojha |
তোকে সোজাসুজি বলছি
তুই ছাড়া নেই কেউ আমার,
খুব একলা একা লাগছে
তুই আয়না কাছে একটি বার।
তোর আশায় থাকি রাতদিন
আর কত থাকবো ঘুমহীন,
তোকে ছাড়া আমি বাঁচবোনা
কেন অকারনে দিস যন্ত্রণা?
তোকে সোজাসুজি বলছি
তুই ছাড়া নেই কেউ আমার,
খুব একলা একা লাগছে
তুই আয়না কাছে একটি বার।।
তোর অভিমানী মন জানালায়
দেখ আছি হাতটা বাড়ায়,
তোর অভিমানী মন জানালায়
দেখ আছি হাতটা বাড়ায়,
তোর আশায় থাকি রাতদিন
আর কত থাকবো ঘুমহীন,
তোকে ছাড়া আমি বাঁচবোনা,
কেন অকারনে দিস যন্ত্রণা ?
তোকে সোজাসুজি বলছি
তুই ছাড়া নেই কেউ আমার,
খুব একলা একা লাগছে
তুই আয়না কাছে একটি বার।।
বাঁচবো না.. বাঁচবো না..
বাঁচবোনা.. বাঁচবোনা..
তুই কেন ভুল বুঝিস আমায়
তোকে ছেড়ে যাবো যে কোথায়,
তুই কেন ভুল বুঝিস আমায়
তোকে ছেড়ে যাবো যে কোথায়,
তোর আশায় থাকি রাতদিন
আর কত থাকবো ঘুমহীন,
তোকে ছাড়া আমি বাঁচবো না
কেন অকারনে দিস যন্ত্রণা?
তোকে সোজাসুজি বলছি
তুই ছাড়া নেই কেউ আমার,
খুব একলা একা লাগছে
তুই আয়না কাছে একটি বার।।