Amar Golpe Tumi Lyrics (আমার গল্পে তুমি) - Tahsan Lyrics

| Singer | Tahsan |
| Music | Sajid Sarker |
| Song Writer | Mizanur Rahman Aryan |
যেন রোদেলা কোনো দুপুরে
ছায়া হয়ে দাঁড়াও বন্ধুর মতো,
আঁধারে দিন ভুলে
নতুন গল্পে দিলে প্রেরণা শত।
ও প্রিয় আমার প্রিয়জন,
শ্রাবণ দিনে, শীতের ভোরে
থেকো এমন।
বন্ধু হও যদি
তবে সঙ্গী হবো আমি,
হাতে হাত রেখে এসো
আমার গল্পে তুমি।
যেন এলে ছুঁতে
এ মনে আছে অনুভূতি যত,
শেষ রাতের প্রার্থনায়
তোমায় চেয়ে যাই অবিরত।
ও প্রিয় আমার প্রিয়জন,
শ্রাবণ দিনে, শীতের ভোরে
থেকো এমন।
বন্ধু হও যদি
তবে সঙ্গী হবো আমি,
হাতে হাত রেখে এসো
আমার গল্পে তুমি।
যেন নতুন গল্পের শুরু এখানেই
নিয়ে আশা শত,
নতুন আলো হয়ে দাঁড়িয়ে
দুজন রং ছড়াবো পারি যত।
ও প্রিয় আমার প্রিয়জন,
শ্রাবণ দিনে, শীতের ভোরে
থেকো এমন।
বন্ধু হও যদি
তবে সঙ্গী হবো আমি,
হাতে হাত রেখে এসো
আমার গল্পে তুমি।