Boro Bhalobashi Lyrics - - Tanjib Sarowar Lyrics

| Singer | Tanjib Sarowar |
| Music | Sajid Sarker |
| Song Writer | Tanjib Sarowar |
তোমায় নিয়ে ভাবি না,
ভুলতে গেলেও পারি না।
আমার পোড়া কপালে তুমি নেই,
তাই মনের দুঃখে বারে বারে কই।
বড় ভালোবাসি, বড় ভালোবাসি,
আমি মুখে বলি, মনে মনে বলি।
ব্যথার সাথে গল্প বলি
তোমায় বলি না,
নিজের সাথে লড়াই করে
সুখটাও দেখি না।
কাছে যদি নাই আসো,
ভালো যদি নাই বাসো,
ভুলে যেও না।
বড় ভালোবাসি, বড় ভালোবাসি,
আমি মুখে বলি, মনে মনে বলি।
ভীষণ ব্যথার দিনগুলোতে
কষ্ট বেদনা,
নিজের কাছে লুকিয়ে রাখি
কেউ তো জানে না।
ফিরে পাওয়া নেই এখানে,
চাওয়া তারে নেই তো মানে,
ভুলে যাবো না।
তোমায় নিয়ে ভাবি না,
ভুলতে গেলেও পারি না।
আমার পোড়া কপালে তুমি নেই,
তাই মনের দুঃখে বারে বারে কই।
বড় ভালোবাসি -
বড় ভালোবাসি।
আমি মুখে বলি, মনে মনে বলি। - [ ২ বার ]
][ সমাপ্ত ][