Evabe amar mon ta ajo pure lyrics (এভাবে আমার মনটা) - Shitom Ahmed Lyrics
| Singer | Shitom Ahmed |
I might lose my mind
Walking when the sun’s down
Riding all these highs
Waiting for the comedown
Walk these streets with me
I'm doing decently
just glad that i can breathe
I'm trying to realise
It's alright to not be fine
On your own...
এভাবে আমার মনটা আজো পুড়ে
দিন কেটে মাস, বছর জুড়ে
কল্পনাতে আজো আসো
কিন্তু দুঃস্বপ্ন হয়ে
দিয়েছি সবটুকু তোমায়
নিজেকে পুরো নিঃস্ব করে
তখন খুব ছোট ছিলাম
দেখতে পাইনি চোখটা খুলে
তোমার রাস্তা দিয়ে…
আজো যাইনা ভুলে
দেখা যদি হয়ে যায়
আর পাশে অন্য ছেলে…
Ain’t got much to do
Too old for my hometown
Went to bed at noon
Couldn’t put my phone down
Scrolling patiently
It’s all the same to me
Just faces on a screen
I’m trying to realize
It’s alright to not be fine
On your own…
শুনো হতে যদি আমার তুমি
করে রাখতাম রানী
আমার মতো করে সেও কি
মুছে দেয় কি তোর চোখের পানি
হয়ে গেছি আমি তোমায়
মনটা কে তো এটাই বুজাই
একটা দুটা স্মৃতি তবু
মেখলা দিনে আমায় কাঁদায়
আমার রাস্তার মোডে
দেখলাম তুমি দাড়িয়ে
আমার দেয়া চুড়ি
এখনো তোমার হাতে


Nice all post
ReplyDeleteঅনেক সুন্দর গান আর লিরিক্সগুলো অনেক ভালো লাগে হৃদয়কে ছুয়ে দেয় 🥰
ReplyDeleteonek bhalo laglo post ta pore
ReplyDeleteNice song..lyrics gula valo💜
ReplyDeletesuch a wonderful song
ReplyDeleteমাশাল্লাহ, অসম্ভব ভালো লেগেছে।
ReplyDeleteNice
ReplyDeleteখুব সুন্দর পোষ্ট, অনেক ভালো লাগলো,
ReplyDeleteBest song just Awesome.
ReplyDeleteThis song is really amazing and too cool...
ReplyDeletethanks
ReplyDeleteSuch a really amazing lyric song. Favourite one
ReplyDeleteগান টা সুন্দর অনেক।
ReplyDelete