Koto Janazar Porechi Namaj(কত জানাজার পড়েছি নামাজ )LYRICS।
Koto Janazar Porechi Namaj(কত জানাজার পড়েছি নামাজ ) Lyrics in Bangla
কতো জানাযার পড়েছি নামাজ
দিয়েছি কত দাফন
কত জানাজার পড়েছি নামাজ
দিয়েছি কতো দাফন
কোথায় যেনো আছে আমারও
তৈরি সাদা কাফন
জানাযার পড়েছি নামাজ
দিয়েছি কতো দাফন
কত জানাজার পড়েছি নামাজ
দিয়েছি কতো দাফন
আমার তরি বাধা আছে, কোন সে খেয়াঘাটে
কোন মসজিদে এলাম হবে
সুয়াবে শেষ খাটে
কখন কোথায় করবে দাফন আমাকে সজন
কত জানাজার পড়েছি নামাজ
দিয়েছি কতো দাফন
কোন বাতাশে কোথায় যেনো দুলছে বাশের ঝাড়
কোন সে মাটি কোন খানে ডাকে রে বার বার।
কোথায় যেন বর যাত্রি আছে রে চারজন
কত জানাজার পড়েছি নামাজ
দিয়েছি কতো দাফন।
কত জানাজার পড়েছি নামাজ
দিয়েছি কতো দাফন ।।।
Listening to this ghazal opens the eyes of the heart.
ردحذفأزال المؤلف هذا التعليق.
ردحذفমাশা আল্লাহ, অনেক ভালো লাগলো,
ردحذفBeauty full
ردحذفঅনেক সুন্দর
ردحذف