Lokkhi Shona | লক্ষী সোনা - Lyrics - Milon & Sharalipi Lyrics
| Singer | Milon & Sharalipi |
| Music | MMP.Rony |
| Song Writer | Snahshish Ghosh |
লক্ষী সোনা রাগ করেনা একটু হাসো প্লিজ
ভাল্লাগেনা আর হবেনা করছি যে প্রমিস (৩ বার)
একটু পরে ভাঙবে প্রমিস এটাই তোমার স্বভাব
তোমার মনে আমার জন্য ভালোবাসার অভাব (২ বার)
প্লিজ..
লক্ষী সোনা রাগ করেনা একটু হাসো প্লিজ
ভাল্লাগেনা আর হবেনা করছি যে প্রমিস
সারাটা দিন ছোটাছুটি কার জন্য বলো?
তাইতো তোমায় সময় দিতে একটু দেড়ি হলো (২ বার)
ধুর ছাই..
প্রতিটা দিন তোমার মুখে একি খরা যুক্তি
জানি না এর থেকে আমার মিলবে কবে মুক্তি (২ বার)
লক্ষী সোনা রাগ করেনা একটু হাসো প্লিজ
ভাল্লাগেনা আর হবেনা করছি যে প্রমিস (২ বার)
ঠান্ডা মাথায় একটু তুমি বোঝার চেষ্টা করো
কাছে এসে একটু হেসে আমার হাতটি ধরো (২ বার)
প্রতিটা দিন শুধু আমার বুঝতে কেন হবে?
তুমি যেদিন বুঝবে সেদিন মুখে হাসি রবে (২ বার)
তাই..
লক্ষী সোনা রাগ করেনা একটু হাসো প্লিজ
ভাল্লাগেনা আর হবেনা করছি যে প্রমিস (২ বার