কোন কলে নানাবিধ আওয়াজ উদয়।
কোন কলে নানান ছবি নাচ করে সদাই।।
কলমা পড়ি কল চিনিনে
যে কলে ঐ কলমা চলে।
উপর উপর বেড়াও ঘুরে
গভীরে ডুবিল না হৃদয়।।
কলের পাখি কলের চুয়া
কলের মোহর গিরে দেওয়া।
কল ছুটিলে যাবে হাওয়া
কে রবে কোথায়।।
আপন দেহের কল না ঢুঁড়ে
বেভুল হলে কলমা পড়ে।
ফকির লালন বলে মুর্শিদ ছেড়ে
কে পাবে খোদায়।।
Onek valo laglo ❤️
ردحذف