স্বরূপে রূপ আছে গিলটি করা।
রূপসাধন করলো স্বরূপ নিষ্ঠা যারা।।
শতদল সহস্রদলে
রূপ স্বরূপে ভাটা খেলে।
ক্ষণেক রূপ রয় নিরালে নিরাকারা।।
রূপ বললে যদি হয় রূপসাধন
তবে কি আর ভয় ছিল মন।
সে মহারাগের করণ স্বরূপ দ্বারা।।
আসবে বলে স্বরূপমণি
থাক গা বসে ভাব-ত্রিবেণী
লালন কয় সামাল ধনি
সেই কিনারা।।